Dear visitor, welcome to homeotalk24 health related personal blog. Take the medicine with the advice of a registered doctor - thank you.

যৌন রোগের উৎকৃষ্ট হোমিও ঔষধ-এগনাস ক্যাষ্টাস-Agnus Castus. - Homeopathy Talk24.

Header Ads

যৌন রোগের উৎকৃষ্ট হোমিও ঔষধ-এগনাস ক্যাষ্টাস-Agnus Castus.

যৌন রোগের উৎকৃষ্ট হোমিও ঔষধ-এগনাস ক্যাষ্টাস-Agnus Castus.


ইউরোপ মহাদেশে চেষ্ট নামক এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। ইহার ফল হতে মাদার টিংচার প্রস্তুত হয়।

উপকার: শ্লেষ্ম প্রধান ধাতুর ব্যক্তির পক্ষে খুব উপযোগী এটি। অন্যমনস্ক, অনুধাবন শক্তি কমে যাওয়া, কোন কিছু মনে রাখতে পারে না, ধ্বজ ভংগ ও লাল মেহযুক্ত অবিবাহিত ব্যক্তি, যারা স্নায়বিক দুর্বলতায় কষ্ট পায়, অকালবার্ধক্য, বিষাদ ভাব, উদাসীন, মানসিক বিশৃঙ্খলা, নিজকে ঘৃণা করে, যে সকল যুবক- ইন্দ্রিয় শক্তির অপব্যবহার ও শুক্রক্ষয় হতে এমত অবস্থায় পতিত হয় বিশেষ করে তাদের পক্ষে বিশেষ উপকারী।

 

কাদের জন্য এ ঔষধ?

স্ত্রী পুরুষ উভয় জনন ইন্দ্রিয়ের উপর ইহার ক্রিয়া। তবে সাধারণতঃ ইহা স্ত্রী অপেক্ষা পুরুষের উপর অধিক ক্রিয়া প্রকাশ করে। যাদের কামরিপু চরিতার্থ করার ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও ক্ষমতায় একেবারেহীন, লিংগ শিথিল, লিংগ ঠান্ডা ও বাঁকা, আকারে একেবারে ছোট, যাদের রমন ইচ্ছা একেবারেই চরিতার্থ হয় না, কোন প্রকারেই লিংগ উত্থিত হয় না বরং যারা বারবার প্রমেহ রোগে আক্রান্ত হয়ে একেবারে ধ্বজভঙ্গ হয়ে পড়ছে এই ঔষধ তাদের কাছে অতি মূল্যবান। মচকে বা পিষে যাবার বেদনায় ইহা উপকারী।

 

আরও দেখুন-

মহিলাদের সাদা স্রাবের হোমিও ঔষধ

 

 

যে সকল রোগী মেহ রোগে আক্রান্ত হয় এবং তাদের মধ্যে যদি ধাতু স্খলন, ধ্বজ ভঙ্গ, লিঙ্গমুখে হরিদ্রাবর্ণের চটচটে অল্পস্রাব লেগে থাকে, বাহ্যের বেগের সঙ্গে অথবা ঘুমের মধ্যে রেত স্খলন ইত্যাদি লক্ষণ দেখতে পাওয়া যায় তবে ইহার মাদার টিংচার বিশেষ উপকারী।

 

ডাঃ হেরিং বলেন অতিরিক্ত পরিমাণ শুক্রক্ষয় করে যে সমস্ত যুবক অল্প বয়সে বৃদ্ধের মত অবস্থা লাভ করে তাদের পক্ষে ইহা পরম উপকার। এছাড়া যে সকল স্ত্রীলোক বন্ধ্যা, ঋতু বন্ধ, বা অতি সামান্য পরিমাণে স্রাব হয়। স্বামী সহবাসে একেবারে অনিচ্ছা, স্তনে দুগ্ধ না থাকা, জরায়ুর স্ফীতি ভাব এবং প্রদাহ তাদের পক্ষেও ইহা বিশেষ উপকারী। শ্বেত প্রদরে ইহা অতি উপকারী। কাপড়ে হলদে রঙের দাগ পড়ে, বন্ধাত্ব ইত্যাদি লক্ষণে ইহা ব্যবহার করা যায়।

 

ব্যবহার মাত্রা: মাদার টিংচার ৩-৪ ফোঁটা করে সামান্য জলের সঙ্গে দিনে ৪ বার সেব্য।

 

ঔষধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়

 

সতর্কীকরণ: হোমিও ঔষধ সেবনের পূর্বে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

 

পোস্টের নিয়মিত আপডেট পেতে আমাদের  ‘‘ফেসবুক পেজে  লাইক দিয়ে রাখুন

 

আর্টিকেলটি ভালো লাগলে নিচের ফেসবুক, টুইটার বা গুগল প্লাসে

শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

 

কোড পেতে নিচের বক্সে ক্লিক করুন:




8 comments:

Powered by Blogger.